Home Featured Icc world cup: সুপার টুয়েলভের ম্যাচ জুড়ে সেরা কোহলি, ৮ ম্যাচ খেলা তারকাদের টেক্কা দিয়ে শীর্ষে কিং

Icc world cup: সুপার টুয়েলভের ম্যাচ জুড়ে সেরা কোহলি, ৮ ম্যাচ খেলা তারকাদের টেক্কা দিয়ে শীর্ষে কিং

by Arpita Sardar

মহানগর ডেস্ক: চলছিল টি-২০ বিশ্বকাপের সুপার ১২ এর ম্যাচ। প্রতিটি দেশের দল ব্যস্ত ছিল তাদের সেরাটা দিতে। এবার হবে সেমি ফাইনাল। সেখানেই জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু সুপার ১২ তে ভারতের ৫ টি ম্যাচেই ব্যাট হাতে রীতিমতো ছন্দে ছিলেন কোহলি। ব্যাটে বলে সেরার সেরা হয়ে ওঠার লক্ষে অনড় কিং কোহলি। এমনকি প্রথম রাউন্ড মিলিয়ে যাঁরা ৮টি ম্যাচে ব্যাট করতে নেমেছেন, তাঁদেরকেও টেক্কা দিলেন বিরাট কোহলি। এখানেই শেষ নয়, সেমিফাইনালের আগে পর্যন্ত চলতি টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে রয়েছেন কিং কোহলি। যদিও বিরাটকে এব্যাপারে কড়া টক্কর দিতে ভুলছেন না বন্ধু সূর্যকুমার যাদব। বেশি রানের ব্যাটসম্যানদের তালিকার একেবারে প্রথম সারিতে রয়েছেন সূর্যকুমার।

সরাসরি সুপার টুয়েলভে মাঠে নামা দলগুলির মধ্যে প্রথমসারির দেশ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, যাদের ক্রিকেট তারকাদের নিয়ে রীতিমত চাপে থাকে এশিয়ার দেশ গুলো। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই দেশের ক্রিকেটারদের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের প্রথম দশের মধ্যে নামই নেই।

চলতি টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ১০ জন ব্যাটসম্যান:-১. বিরাট কোহলি (ভারত): ৫ ম্যাচে ২৪৬ রান।২. ম্যাক্স ও’দাউদ (নেদারল্যান্ডস): ৮ ম্যাচে ২৪২ রান।৩. সূর্যকুমার যাদব (ভারত): ৫ ম্যাচে ২২৫ রান।৪. কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা): ৮ ম্যাচে ২২৩ রান।৫. সিকন্দর রাজা (জিম্বাবোয়ে): ৮ ম্যাচে ২১৯ রান।৬. পাথুম নিশঙ্কা (শ্রীলঙ্কা): ৭ ম্যাচে ২১৪ রান।৭. লরকান টাকার (আয়ারল্যান্ড): ৭ ম্যাচে ২০৪ রান।৮. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড): ৪ ম্যাচে ১৯৫ রান।৯. নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ): ৫ ম্যাচে ১৮০ রান।১০. ধনঞ্জয়া ডি’সিলভা (শ্রীলঙ্কা): ৮ ম্যাচে ১৭৭ রান।

এবার ব্যাটে শান দিয়ে কোহলিরা সেমিফাইনালের ২২ গজ স্পর্শ করবে। আর যদি
ফাইনালে উঠে যায় তাহলে আরও ২টি ম্যাচে মাঠে নেমে
তারা নিজেদের রান আরো বাড়িয়ে তুলতে উটগ্রিব। কিন্তু ফর্ম ও ধারাবাহিকতার নিরিখে একথা বলাই যায় যে, চলতি টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছে বিরাট।

You may also like