Home International VIRAT KOHLI: ভারতকে জিতিয়ে আবেগপ্রবণ বিরাট, শুভেচ্ছা জানালেন শচিন তেন্ডুলকার

VIRAT KOHLI: ভারতকে জিতিয়ে আবেগপ্রবণ বিরাট, শুভেচ্ছা জানালেন শচিন তেন্ডুলকার

by Arpita Sardar
t-20 world cup. india vs pakistan, virat kohli, hardik pandiya, sachin tendulkar

মহানগর ডেস্কঃ রবিবার পাকিস্তানের বিরুদ্ধে কার্যত একা হাতেই ভারতকে জেতালেন বিরাট কোহলি। ২০২২ টি-২০ বিশ্বকাপের মহারণে ‘ছোটি দিওয়ালি’র দিনই পাকিস্তানের বিরুদ্ধে ধামাকাদার জয়লাভ করে ভারত। এই জয় ভারতীয় ক্রিকেট দলের কাছে বিশ্বকাপ জেতার থেকে কম কিছুই নয়। ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেটে জেতানোর পড়ে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি। তিনি কান্নায় ভেঙে পড়েন।

বিরাট কোহলিকে কাঁদতে দেখে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোখের জলও বাঁধ মানেনি। বিরাট কোহলি এদিন পাকিস্তানের বিরুদ্ধে ৩ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টা চার এবং চারটে ছক্কা রান করেন। বিরাটের এই ইনিংস গোটা দেশজুড়ে উৎসবের মুহূর্তকে আরও বেশি মহিমান্বিত করেছে তা বলাই বাহুল্য।

বিরাটের এই সাফল্যে তিনি নিজে কার্যত উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। সেইসময় তাঁর দু’চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। এই প্রথমবার বিরাট কোহলির সমর্থকেরা তাঁদের প্রিয় নায়ককে এতটা ইমোশনাল হতে দেখেছেন। বিরাটের দেখাদেখি আবেগপ্রবণ হয়ে পড়েন দলের অন্য ক্রিকেটার হার্দিকও।

বিরাট কোহলি নিজের মুখে বলেন, জীবনের সেরা টি-টোয়েন্টি ইনিংস হিসেবে লেখা থাকবে এই ইনিংস। দুটো ইনিংসই যথেষ্ট স্পেশ্যাল বলে তিনি জানান। বিরাট কোহলির এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রিকেটের ভগবান শচিন তেন্ডুলকারও। এদিন শচিন তেন্ডুলকার এদিন ট্যুইটে লেখেন, ‘কোহলি নিঃসন্দেহে এটা তোমার সেরা ইনিংস। তোমাকে খেলতে দেখা ভাগ্যের বিষয়। ১৯ ওভারে পিছন পায়ে ভর রেখে রউফের বিরুদ্ধে লং অন দিয়ে ছয়টা ছিল চোখ ধাঁধানো। এটা ধরে রেখ।‘

শুধু বিরাট নয়, হার্দিক সহ বাকি ভারতীয় টিমের পারফর্মেন্স- এরও প্রশংসা করেছেন শচিন। তিনি এই বিষয়ে লেখেন, ‘সকলেরই ছোট ছোট অবদান গুরুত্বপূর্ণ ছিল’। তবে শচিন বিশেষভাবে উল্লেখ করেন, বিরাট এবং হার্দিকের পার্টনারশিপের কথা।

You may also like