মহানগর ডেস্ক: খেলা শুরু হতে না হতেই টি-২০ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট কে হবেন তার নিধাণ দিলেন বীরু বাবা। এমনকি কে এই গোটা টুর্নামেন্টের সবথেকে বেশি রান করবেন তার নাম বলে দিয়েছেন তিনি। আর এই ভবিষ্যৎবাণী করেছেন স্বয়ং বীরেন্দ্র সেহওয়াগ। বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ড যত এগিয়ে আসছে, ততই টুর্নামেন্ট নিয়ে নানান রকম মতামত প্রকাশ করার প্রবণতা বাড়ছে প্রাক্তন ক্রিকেটা থেকে বিশেষজ্ঞদের।প্রাক্তন ক্রিকেট তারকাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন ও সম্ভাব্য ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণীও করতে শোনা যাচ্ছে। তাদের মধ্যে এবার চর্চা শুরু করলেন বীরেন্দ্র সেহওয়াগ।
সেহওয়াগের ধারণা, অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারানো খুব একটা সহজ কাজ নয়। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অজিরাকে দেখা যেতে পারে টি-২০ বিশ্বকাপের ফাইনালে। অন্যদিকে, ভারতীয় দলের ভারসাম্য লক্ষ্য করে তার মতে ফাইনালে ২২ গজ স্পর্শ করবে রোহিত শর্মারাই বলে মনে করছেন সেহওয়াগ। সেহওয়াগ বলেন, ‘টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে তাদের হারানো অত্যন্ত কঠিন। তবে ভারতীয় দলে ভারসাম্য রয়েছে, তারাও ফাইনালে উঠবে। সঙ্গে রহিত শর্মাদের অস্ট্রেলিয়ায় খেলার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে।’ সুতরাং বীরুর ধারণা মতে সহজে বলা যায় টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি যুদ্ধে নামবে অস্ট্রেলিয়া ও ভারত।
এখানেই থেমে থাকেননি। বীরু একধাপ এগিয়ে তিনি জানান, এবছর টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি রান করতে পারেন পাক ক্রিকেটার। তাঁর দাবি, পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমই এবার বাইশ গজ কাঁপাবে। সব থেকে বেশি রান তুলবেন। তবে শুধু একা সেহওয়াগ নয়, তার সিদ্ধান্তে হ্যাঁ মিলিয়েছেন প্রাক্তন ব্রিটিশ তারকা মাইকেল ভনও। তিনিও মনে করছেন যে, সিঙ্গেল খেলোয়াড় রূপে এবছর ব্যাট হাতে টি-২০ বিশ্বকাপে একেবারে ছন্দে থাকবেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।