Home Entertainment Vivek Agnihotri : নতুন ‘ভ্যাকসিন নিয়ে আসছেন বিবেক, কোন রোগ সারাবেন তিনি?

Vivek Agnihotri : নতুন ‘ভ্যাকসিন নিয়ে আসছেন বিবেক, কোন রোগ সারাবেন তিনি?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : এক নতুন ভ্যাকসিন যা নিয়ে আবার যুদ্ধ। সেই যুদ্ধ লাগাবেন আবার বিবেক অগ্নিহোত্রী। এর আগে দ্য কাশ্মীর ফাইলস সামনে আনার পর বেশ ঝামেলা লেগেছিল দেশজুড়ে। যদিও ছবি মুক্তির পর সোশ্যাল মিডিয়া কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এবার ফের আবার যুদ্ধ? তবে ভয় পাবার কিছু নেই। এই যুদ্ধ, তেমন যুদ্ধ নয়। বরং নিজের নতুন ছবির ঘোষনা করলেন বিবেক অগ্নিহোত্রী।

আগামী বছর ১৫ই আগস্ট ভ্যাকসিন নিয়ে তার নতুন ছবি ‘ভ্যাক্সিন ওয়্যার’ আনতে চলেছেন তিনি। মোট ১১ টি ভাষায় মুক্তি পাবে এই ছবি। যার মধ্যে থাকবে হিন্দি, ইংরাজি, গুজরাটি ,পাঞ্জাবি ,ভোজপুরি ,বাংলা, মারাঠি, তেলেগু ,তামিল, কন্নড়, উর্দু এবং আসামিয়া। তবে হঠাৎ এমন কেন ছবির ভাবনা এলো তার মাথায়? জানালেন,’ যখন কাশ্মীর ফাইলস ছবির মুক্তি পিছিয়ে গেল করোনার লকডাউনের জন্য। তখন আমি এটা নিয়ে গবেষণা করতে বসলাম। তারপর আমি ধীরে ধীরে আইসিএমআর এবং এন আই ভি গবেষকদের সম্পর্কে জানলাম যারা নিজেরা ভ্যাকসিন তৈরীর চেষ্টা করছিল। তাদের যে জার্নি, যে কষ্ট ,যে ত্যাগ সেটা সম্পর্কে যখন জানলাম আমার মন ভরে গিয়েছিল। একটা ভ্যাকসিন তৈরি করতে যে যুদ্ধ তাদের করতে হয়েছিল শুধু নিজের সঙ্গে নয় পৃথিবীর সমস্ত এজেন্সির সঙ্গে মিলে যে যুদ্ধ তারা করেছিল করোনার বিরুদ্ধে। আমার মনে হয় এটা নিয়ে ছবি তৈরি করা উচিত। ভারতীয়দের গর্ব করা উচিত তাদের নিজেদের দেশ সম্পর্কে’। একইসঙ্গে তিনি জানিয়েছেন এই ছবি ভারতে প্রথম সম্পূর্ণ বৈজ্ঞানিক ছবি হতে চলেছে।

যদিও ছবির পোস্টার ইতি মধ্যে সামনে আনতে নারাজ তিনি। জানিয়েছেন ছবির পোস্টার প্রজেক্ট সম্পূর্ণ ভাবনা তার স্ত্রী পল্লবী জোসির। তবে ছবিতে কে কে অভিনয় করবেন সেই নিয়ে এখনো কোন কিছু ঠিক করেননি নির্মাতারা। তবে সূত্রের খবর অনুযায়ী বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরকে দেখা যেতে পারে ছবিতে।

You may also like