Home Entertainment Vivek Agnihotri : আইনি জটিলতায় বিবেক অগ্নিহোত্রী, হাজিরার সমন পাঠালো আদালত

Vivek Agnihotri : আইনি জটিলতায় বিবেক অগ্নিহোত্রী, হাজিরার সমন পাঠালো আদালত

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : পরিচালক বিবেক অগ্নিহোত্রী ইতিমধ্যে লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন আদালতের কাছে। বিচারকের বিচারের বিরুদ্ধে কথা বলার জন্য। বিবেক অগ্নিহোত্রী এর আগেও নিজের বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছে। কিছুদিন আগে নিজের ছবি কাশ্মীর ফাইলকে নিয়ে ওঠা বিতর্কের মুখেও বেফাঁস মন্তব্য করে বসেন ইসরাইল পরিচালক নদাব লাপিতের নামে। এবার বিচারকের বিরুদ্ধে মন্তব্য করার কারণে কনটেম্পট অফ কোর্টে আওতায় এসেছেন তিনি।

উল্লেখ্য, বিচারপতির তরফে তাকে বলা হয়েছে,’ আমরা জানাচ্ছি তাকে( বিবেক অগ্নিহোত্রীকে) সামনে হাজির হওয়ার জন্য। তার কি কোনো রকম সমস্যা রয়েছে আদালতের সামনে আসার জন্য? যদি না থাকে তাহলে তাকে অবশ্যই সশরীরে হাজির হতে হবে। তিনি যে ধরনের খবর ছড়িয়েছেন সেটা কখনোই এড়িয়ে যাওয়া যায় না’। অগ্নিহোত্রীর উকিলকে এমন কথাই জানিয়েছেন ডিভিশন বেঞ্চ।

যদিও অগ্নিহোত্রীর উকিল জানিয়েছেন তার মকের ইতিমধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এমন কি যে বিচারকের বিরুদ্ধে তিনি টুইট করেছিলেন সেটাও ইতিমধ্যে খেয়েছেন সোশ্যাল মাধ্যম থেকে। কিন্তু আদালত তাকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছেন। গত মঙ্গলবারের হিয়ারিং এ দিল্লি উচ্চ আদালত তাতে এমন আদেশ দিয়েছেন সামনে আসার জন্য।

You may also like