Home Entertainment Vivek Agnihotri: বিগ-বি এর প্রতিবেশী হতে চলেছেন বিবেক! কোটি কোটি টাকা খসালেন ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ পরিচালক

Vivek Agnihotri: বিগ-বি এর প্রতিবেশী হতে চলেছেন বিবেক! কোটি কোটি টাকা খসালেন ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ পরিচালক

by Arpita Sardar

মহানগর ডেস্ক: বিবেক অগ্নিহত্রী। নাম শুনলেই একটাই কথা ভেসে ওঠে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’। চলতি বছরের ১১ মার্চ যে ছবি আত্মপ্রকাশ এর সঙ্গে সঙ্গে সঙ্গেই বিনোদন ও বিতর্কের শিরোনামে উঠে আসে। বিবেক অগ্নিহোত্রীর এই ছবি নিয়ে রাজনীতি করতে ভোলেনি অনেকেই। ছবির বিষয়বস্তু উত্তপ্ত কাশ্মীর হওয়ায়, ধর্মীয় উষ্কানি মূলক প্রচারের সহায়ক বলে একাধিক বিরোধিতা হয়েছিল ছবি নিয়ে। আর বির্তক যতই বেড়েছে, ততই দর্শক টেনেছে প্রেক্ষাগৃহ। কোভিড পরবর্তী সময়েও বিশ্বব্যাপী প্রায় ৩২০ কোটি টাকা আয় করে অন্যতম সফল হিন্দি ছবির তকমা পেয়েছে। যদিও এই ছবিকে নিয়ে বিতর্ক জিইয়ে রেখে ইজরায়েল ও ভারতের কূটনৈতিক সম্পর্ক ক্রমশই খারাপ হয়েছে। আর এর মাঝেই ছবির অভিনেতার প্রতিবেশী হতে কোটি কোটি টাকা খরচ করেছে বিবেক। অমিতাভ বচ্চনের ফ্ল্যাটের উপরের তালায় বাড়ি কিনে ফেলেছেন তিনি।

মুম্বইয়ের ভারসোভা এলাকার একটি বিলাসবহুল আবাসনের ৩১ তলায় থাকেন স্বয়ং বিগ-বি। সেই আবাসনের ৩০ তলায় ৩ হাজার ২৭৮ স্কোয়্যার ফিটের একটি ফ্ল্যাট কিনেছেন। যার মূল্য চোকাতে হয়েছে ১৭ কোটি টাকা। ইতিমধ্যেই জমা পড়েছে নথিপত্র। এমনিতেই তাঁর ছবি গোটা বছর জুড়ে তাকে খবরের শিরোনামে রেখেছে। তারই মাঝে নতুন ফ্ল্যাট কিনে তাক লাগালেন নির্দেশক। খুব শীঘ্রই বচ্চন পরিবারের প্রতিবেশী হয়ে যাবেন বিবেক-পল্লবী (পরিচালকের স্ত্রী এবং অভিনেত্রী)।

প্রসঙ্গত, বিবেকের এই ছবির বিরুদ্ধে মূল অভিযোগ, ছবিটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রচারমূলক। কাশ্মীরের একাধিক ঘটনা পর্দায় টেনে এনে আদতে তিনি ধর্মীয় বিদ্বেষকে প্রশ্রয় দিয়েছে ও পচার করতে চেয়েছে। তবে ছবি নিয়ে ভিন্ন মত বিবেকের। কারণ তিনি শীঘ্রই ছবির সিক্যুয়েল আনবে বলে মনস্থির করে নিয়েছেন। তাই ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-কে নিয়ে তৈরি হওয়া এই বিতর্কই ছবিটির বিপণন সফলতার দরজা খুলে দিয়েছে, তাতে কোনও সন্দেহ নেই।

You may also like