মহানগর ডেস্ক: আজ শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে গিয়েছে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice Presidential Election)। গত মাসে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীকে হারিয়েছিলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। এবারও জানা যাচ্ছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে এনডিএ-র পদপ্রার্থী। বিরোধী পক্ষের প্রার্থী আলভাকে (Margaret Alva) হারিয়ে উপরাষ্ট্রপতি পদে কার্যত জয় নিশ্চিত জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar)।
শুক্রবার সকলকে ভয় না পেয়ে ভোট দিতে আহ্বান জানিয়েছেন আলভা। তিনি বলেছেন, নির্বাচনে ভোট হবে গোপন ব্যালটে। সংসদের দুই কক্ষের মোট ৭৮৮ জন সদস্য আজ গোপন ব্যালটে ঠিক করবেন উপরাষ্ট্রপতির ভবিষ্যৎ। বিকেল পাঁচটায় শেষ হবে ভোট গ্রহণ পর্ব। তারপরেই জানা যাবে আগামী উপরাষ্ট্রপতি কে হচ্ছেন। শপথ গ্রহণ হবে ১১ আগস্ট।।
নির্বাচনে জগদীপ ধনখড়ের পাশে দাঁড়িয়েছে জনতা দল, ওয়াইএসআরসিপি, বিএসপি, বিজেডি, এআইএডিএমকে এবং শিবসেনা। যার জেরে মনে করা হচ্ছে, ৫১৫-র বেশি ভোট পড়তে পারে ধনখড়ের সমর্থনে। সেক্ষেত্রে আলভার জয় সহজ হবে না। কিন্তু কংগ্রেস, আপ, টিআরএস, জেএমএমকে পাশে রয়েছেন রাজস্থানের প্রাক্তন রাজ্যপালের। যার দরুন ২০০-র বেশি ভোট পেতে পারেন তিনি।
এদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভার ২৩ এবং রাজ্যসভার ১৬ জন সাংসদ নির্বাচনে কোনও ভূমিকাই নেবেন না। যেক্ষেত্রে কিছুটা হলেও লাভ হবে NDA-র। তবে সমস্তকিছু পরিষ্কার হবে বিকেলের পর।