Home Featured VP Jagdeep Dhankhar on Bengal: রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি হয়েও বাংলার শাসন ব্যাবস্থা নিয়ে সরব ধনখড়

VP Jagdeep Dhankhar on Bengal: রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি হয়েও বাংলার শাসন ব্যাবস্থা নিয়ে সরব ধনখড়

by Arpita Sardar

মহানগর ডেস্ক: ‘বাংলায় আইনের শাসন চলে না। শাসকের আইন চলে।’ মোমিনপুর কাণ্ডের পর আবারও বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের একটি পূর্ব রিপোর্ট এ লেখা লাইন উল্লেখ করে উস্কানিমূলক মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। আর সেখানে পরোক্ষভাবে তিনি নাম না করেই রাজ্যের তৃণমূল সরকারকে দুষেছেন।

বুধবার রাজধানীর বুকে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক অনুষ্ঠান মঞ্চে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ভাষণ দিতে গিয়ে স্মৃতি চরনা করে ফেললেন। তিনি বলেন, ‘আমি তিনবছর বাংলার রাজ্যপাল ছিলাম। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন জাতীয় মানবাধিকার কমিশন প্রদত্ত রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। সেই রিপোর্টের প্রথম বাক্যটা কোনওদিনও ভুলব না। সেই রিপোর্টে বলা হয়েছিল, বাংলায় আইনের শাসন চলে না। শাসকের আইন চলে।’

২০১৯ সালের জুলাই মাসে বঙ্গ রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে রাজ্যের বিভিন্ন ইস্যুতে জগদীপ মমতার সম্পর্ক একেবারেই ছিল সর্প ও নকুল। দুজন দুজনের কটাক্ষ করতে পিছু পা হননি। কখনও কোনও ঘটনা নিয়ে ধনখড় নিজের মতামত টুইট করে সেটি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে ট্যাগ করে দিতেও দেখা গেছে রাজ্যপাল। এতে বিরক্ত হয়ে একসময় রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে তাতেও থামেননি ধনখড়। আইনশৃঙ্খলা ইস্যু নিয়ে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব থেকে শীর্ষ স্থানীয় পুলিশ কর্তাদের তলব, কোনওটাই নিজের মেয়াদকালে বাদ রাখেননি ধনখড়। এবার বাংলা ছাড়লেও মোমিনপুর বিস্ফোরণ কাণ্ডের পর পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও বিস্ফোরক উপরাষ্ট্রপতি পদে থাকা ধনখড় এর

মানবাধিকার কমিশনের অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক ও রাজনৈতিক দাঙ্গা ক্রমশ বাড়ছে। এখন তিনি আর পশ্চিমবঙ্গের রাজ্যপাল নন। তিনি এখন দেশের উপরাষ্ট্রতি। তবে বাংলাকে ভুলতে পারছেন না জগদীপ ধনখড় বলে খোঁচা রাজনৈতিক মহলের।

You may also like