Home Uncategorized Viral King-Cobra Video: মাতৃত্ব মুরগির থেকেই শেখা উচিত! কিং কোবরার সাথে লড়াই করে বাঁচলো নিজের শাবকদের

Viral King-Cobra Video: মাতৃত্ব মুরগির থেকেই শেখা উচিত! কিং কোবরার সাথে লড়াই করে বাঁচলো নিজের শাবকদের

by Arpita Sardar
War in king cobra & Hen video is viralKing cobra,Hen,viral video,social media,youtube

মহানগর ডেস্ক : এখন স্মার্ট ফোন ছাড়া জীবন ভাবেই যায় না। আধুনিক ডিজিটাল জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে ৮ থেকে ৮০। কারও স্মার্ট ফোন ব্যস্ত থাকে কার্টুনে, কারও সংকীর্তন বাজনায়, কারও রান্না তো কারও ওয়েব সিরিজ। আবার কেউ কেউ পছন্দ করেন বিভিন্ন ওয়াইল্ড লাইভ ভিডিও দেখতে। আগে এসবের জন্য বাচ্চা থেকে বুড়ো সবাই নির্ভর করত ডিসকভারি কিংবা ন্যাশনাল জিওগ্রাফি টিভি চ্যানেল গুলির ওপর। তবে স্মার্টফোন এর দৌলাতে সেই সব জায়গাগুলি দখল করে নিয়েছে বিভিন্ন ওয়াইল্ড লাইফ ভিডিও নিয়ে গজিয়ে ওঠা ইউটিউব চ্যানেলগুলি। সেখানে মাঝে মাঝেই বেশ হাস্যকর কিংবা রোমাঞ্চকর অথবা ভয়ানক কিছু দেখা যায়। ঘরে বসেই গোটা জগত যেন হাতের মুঠোয়। তেমনই একটি পশু পাখিদের শক্রুর হাত থেকে আত্মরক্ষার ভিডিও ভাইরাল হয়েছে।

মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও, পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তার মধ্যে সব থেকে ভাইরাল হয় বিষধর সাপের ভিডিও। তাদের লড়াই কিংবা তাদেরকে ধরার প্রক্রিয়া দেখা সমন্ধে জানার খুব ইচ্ছা তাকে নেটিজেনদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সাপের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। এই ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে একটি ঘরে হলদে পানা বেশ কয়েকটা মুরগি ছানা তাদের মা মুরগির সাথে খেলছে। হঠাৎ তাদেরকে খেতে চুপি সাড়ে ঢুকে পড়েছে এক বিষধর কিং কোবরা। কিন্তু মা মুরগি তার ডানা ঝাপটে এবং কর্কষ স্বরে চিৎকার করতেই বাচ্চা গুলো পরিস্থিতি বেগতিক বুঝে সবাই ঘরের বাইরে চলে আসে। কিন্তু তাদের থেকে কিং কোবরা তেড়ে যাবার চেষ্টা করছে। তবে মা তো শিশুদের প্রাণ দিয়ে হলেও আগলাবে। তাই বিষধর সাপটি বারে বারে ছোবল মারার চেষ্টা করলেও সে তার ডানা ঝাপটে ঝাপটে তার সঙ্গে লড়াই করে বাচ্চা গুলোকে শেষ পর্যন্ত জীবিত ও অক্ষত অবস্থায় ঘরের বাইরে বের করে নিয়ে যেতে সক্ষম হয়েছে।

আর এই ভিডিও দেখে বোঝা যায় মা কেমন হয়। সে মানুষ, প্রাণী, পশু পাখি যেই হোক, সন্তানদের সমস্ত দুর্যোগ থেকে আটকাতে বৃহৎ বনস্পতির মত আগলে রাখে। ঠিক যেমন করে মা মুরগি নিজের প্রাণের তোয়াক্কা না করেই ওই বিশাল সাপের বিরুদ্ধে লড়াই করে তার শাবকদের বাঁচিয়েছে। এই মাতৃত্বের সৌন্দর্য্যপূর্ণ ভিডিওটি WILD COBRA নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। যা এখনও পর্যন্ত ৩ কোটির বেশি বার দেখা হয়েছে।

You may also like