Home Lifestyle Water Bottles : জল খাবার জন্য প্লাস্টিকের বোতল ভালো নাকি কাঁচের বোতল? জেনে নিন এক্ষুনি

Water Bottles : জল খাবার জন্য প্লাস্টিকের বোতল ভালো নাকি কাঁচের বোতল? জেনে নিন এক্ষুনি

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : প্লাস্টিক নিয়ে যেভাবে নিষেধাজ্ঞা জারি হয়েছে রাতে খাবার রাখা হোক কিংবা জল সবক্ষেত্রেই সমস্যা দেখা দিয়েছে। তবে এখনো কেউ কেউ প্লাস্টিকের বোতল থেকে জল পান করেন। যদিও অনেকেই সুস্থ থাকতে প্লাস্টিকের বোতলের বদলে কাচের বোতল ব্যবহার করে থাকেন। এমনকি অনেকে এমনটাও মনে করেন যে কাচের বোতল থেকে জল পান করা নাকি স্বাস্থ্যকর। কিন্তু এটা ঠিক কতটা ঠিক? সে ব্যাপারে কি জানা আছে? চলুন দেখা যাক।

প্লাস্টিকের বোতলে জল পান করা অবশ্যই একটি অস্বাস্থ্যকর অভ্যেস। তবে আপাতদৃষ্টিতে কাচের বোতলে ব্যবহার নিরাপদ মনে হলেও বিজ্ঞানীরা কিন্তু এমনটা বলছেন না। তাদের মতে প্রত্যেকটি খাবার এবং পানীয়র জন্য কাঁচের পাত্র বা বোতল নিরাপদ নয়। এমন কিছু কাচের বোতল রয়েছে যার মধ্যে কিছু উপাদান থাকে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। শুধু তাই নয় অনেক কাঁচের বোতলে ক্যাডমিয়াম, ক্রোমিয়ামের মত উপাদান থাকে। যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।

দীর্ঘদিন ধরে এই ধরনের পাত্রে জল খেলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে এমনকি কাঁচের বোতলে জল পান করলে ক্যান্সারের মতো মারণ রোগ শরীরে বাসা বাঁধতে পারে। তবে এমনটাও মেনে নিয়েছেন বিজ্ঞানীরা । সব ধরনের কাঁচের বোতলে ক্যাডমিয়াম ,ক্রোমিয়ামের মত উপাদান থাকে না। বিজ্ঞানীদের মতে ফ্লিন্ট ক্লাস টাইপ ৩ কাঁচের বোতল সব থেকে নিরাপদ জল পানের জন্য।

সাধারণত এই ধরনের বোতল গুলিতে কাচের তৈরি পাত্র ব্যবহার করা হয়। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহৃত কাচের বোতল নিরাপদ কিনা তা বোঝা কঠিন। সে ক্ষেত্রে তামা কিংবা স্টিলের বোতল ব্যবহার করতে পারেন। এই দুটি উপাদান দিয়ে তৈরি বোতল ভীষণভাবে নিরাপদ।

You may also like