মহানগর ডেস্ক: দলিতেরা অস্পৃশ্য (Untouchable) তাই তারা কল থেকে জল খেলে তা অপবিত্র হয়। এ কারণে বিজেপি শাসিত কর্ণাটকের (Village Of Karnataka) একটি গ্রামে একটি জলের ট্যাঙ্ককে গরুর মূত্র (Water Tank) দিয়ে শুদ্ধ করার ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে এমাসের আঠেরো তারিখে। দলিত ওই মহিলা চামারাজানগর জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। গ্রামের সেই অঞ্চলে উচ্চবর্ণের লোকেরা বাস করেন। তেষ্টা পাওয়ায় কল থেকে জল খান ওই দলিত মহিলা। এরপরই রেগে গিয়ে উচ্চবর্ণের লোকের ট্যাঙ্কের সব জল ফেলে দেন। তারপর গোমূত্র দিয়ে জলের ট্যাঙ্ক শুদ্ধ করেন। গোমূত্রকে উচ্চবর্ণের মানুষ জনেরা পবিত্র মনে করেন। তা দিয়ে তাঁদের কাছে অপবিত্র হওয়া জিনিস শুদ্ধ করা হয়।
সেখানকার তহশিলদার জানান জলের ট্যাঙ্ক পরিষ্কার করা হয়েছে। তবে গোমূত্র দিয়ে তা পবিত্র করা হয়েছে কিনা, তা তাঁর জানা নেই। একইসঙ্গে জানান, কেউ ওই মহিলাকে জলের কল থেকে জল খেতে দেখেননি। ওই দলিত মহিলার খোঁজ তিনি এখনও পাননি। তহশিলদার বাসবরাজ জানান তাঁরা ওই মহিলাকে খুঁজে বের করার চেষ্টা করছেন। খোঁজ পাওয়া গেলে মামলা দায়ের করা হবে। যদিও গ্রামে প্রচুর জলের ট্যাঙ্ক রয়েছে, তাতে পরিষ্কার লেখা রয়েছে সবাই এখান থেকে জল খেতে পারেন। স্থানীয় প্রশাসনের লোকজন গ্রামের জলে ট্যাঙ্কগুলিতে গ্রামের দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের লোকজনকে নিয়ে ট্যাঙ্কে লাগানো কল থেকে জল খাওয়ান। তহশিলদার জানিয়েছেন তিনি এ ব্যাপারে বিস্তারিত ঘটনা জানিয়ে রিপোর্ট জমা দেবেন।
.