মহানগর ডেস্ক: আপনি কি অনেকদিন ধরে সরকারি চাকরির আশায় বসে বসে বেকার সমস্যায় জর্জরিত? তাহলে আপনার জন্য নিয়োগের বিশেষ সুখবর এনেছে সরকার। এবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত রাজ্যের অডিট এবং অ্যাকাউন্টস সার্ভিস বিভাগে নেওয়া হচ্ছে কর্মী। সরকারের তত্ত্বাবধানে আয়োজিত এই নিয়োগের চাকরিতে বিভিন্ন জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী খুব সহজেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সঙ্গে থাকছে মোটা অঙ্কের বেতন। তবে আর দেরি না করে জেনে নিন নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।
আবেদন পদ্ধতি: মূলত অনলাইনের মাধ্যমে খুব সহজেই এখানে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত কিছু ধাপ অনুসরন করুন,
১. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
২. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিষ্ট্রেশন করে নিতে হবে।
৩. এরপর আবেদনপত্রে উল্লিখিত (আবেদনকারীর নাম, বাবার নাম, বয়স, লিঙ্গ, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি) নিজের যাবতীয় তথ্য দিয়ে পত্রটি পূরণ করতে হবে।
৪. অবশ্যই নিজের সম্প্রতি তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে নিচে একটি সিগনেচার করে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে সেল্ফ অ্যাটেস্টে সহ যাবতীয় নথির স্ক্যানকপি (Attached scan copy of your all documents with application form)।
৫. সব শেষে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনাথেকেই কিছুক্ষণের মধ্যে আপনার আবেদন জমা করে যাবে।
কি কি ডকুমেন্ট আবশ্যক:
এই পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে:
* বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
* স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
* উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
* কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
* কাজের যোগ্যতার কোনও স্বীকৃত(Work Experience Certificate) শংসাপত্র যদি থাকে।
* রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর।
* বৈধ একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তথা WBPSC এর তরফে অডিট তথা একাউন্টস বিভাগে কর্মী নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা ও অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: একাধিক ধাপ পেরিয়েই কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে সবার প্রথমে হবে লিখিত পরীক্ষ। এখানে বিভিন্ন পেপার তথা সাবজেক্ট এর ওপর পরীক্ষা সংঘটিত হচ্ছে।
Paper – I – English – 50 Marks
Paper – II – The Constitution of India – 50 Marks
Paper – III – General Knowledge & Current Affairs – 50 Marks
Papar -IV – Civil Audit, Accounts & Service Rule – 100 Marks
Paper -V – Arithmetic (Madhyamik Standard)- 100 Marks
Paper -VI – Auditing and Accountancy – 100 Marks
Paper -VII – Personality Test – 50 Marks
মাসিক বেতন: কর্মীদের মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে এখানে। নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন দেওয়া হবে ৫৬,১০০ টাকা।
আবেদনের সময়সীমা: আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করে আবেদন করে নিন।
মহানগর ডেস্ক: আপনি কি অনেকদিন ধরে সরকারি চাকরির আশায় বসে বসে বেকার সমস্যায় জর্জরিত? তাহলে আপনার জন্য নিয়োগের বিশেষ সুখবর এনেছে সরকার। এবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত রাজ্যের অডিট এবং অ্যাকাউন্টস সার্ভিস বিভাগে নেওয়া হচ্ছে কর্মী। সরকারের তত্ত্বাবধানে আয়োজিত এই নিয়োগের চাকরিতে বিভিন্ন জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী খুব সহজেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সঙ্গে থাকছে মোটা অঙ্কের বেতন। তবে আর দেরি না করে জেনে নিন নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।
আবেদন পদ্ধতি: মূলত অনলাইনের মাধ্যমে খুব সহজেই এখানে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত কিছু ধাপ অনুসরন করুন,
১. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
২. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিষ্ট্রেশন করে নিতে হবে।
৩. এরপর আবেদনপত্রে উল্লিখিত (আবেদনকারীর নাম, বাবার নাম, বয়স, লিঙ্গ, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি) নিজের যাবতীয় তথ্য দিয়ে পত্রটি পূরণ করতে হবে।
৪. অবশ্যই নিজের সম্প্রতি তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে নিচে একটি সিগনেচার করে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে সেল্ফ অ্যাটেস্টে সহ যাবতীয় নথির স্ক্যানকপি (Attached scan copy of your all documents with application form)।
৫. সব শেষে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনাথেকেই কিছুক্ষণের মধ্যে আপনার আবেদন জমা করে যাবে।
কি কি ডকুমেন্ট আবশ্যক:
এই পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে:
* বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
* স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
* উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
* কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
* কাজের যোগ্যতার কোনও স্বীকৃত(Work Experience Certificate) শংসাপত্র যদি থাকে।
* রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর।
* বৈধ একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তথা WBPSC এর তরফে অডিট তথা একাউন্টস বিভাগে কর্মী নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা ও অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: একাধিক ধাপ পেরিয়েই কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে সবার প্রথমে হবে লিখিত পরীক্ষ। এখানে বিভিন্ন পেপার তথা সাবজেক্ট এর ওপর পরীক্ষা সংঘটিত হচ্ছে।
Paper – I – English – 50 Marks
Paper – II – The Constitution of India – 50 Marks
Paper – III – General Knowledge & Current Affairs – 50 Marks
Papar -IV – Civil Audit, Accounts & Service Rule – 100 Marks
Paper -V – Arithmetic (Madhyamik Standard)- 100 Marks
Paper -VI – Auditing and Accountancy – 100 Marks
Paper -VII – Personality Test – 50 Marks
মাসিক বেতন: কর্মীদের মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে এখানে। নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন দেওয়া হবে ৫৬,১০০ টাকা।
আবেদনের সময়সীমা: আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে।