Home Featured Prophet Remark Controversy: ‘আমরা কিছু বলিনি’, হজরত মহম্মদ বিতর্কে বললেন পীযুষ গোয়েল

Prophet Remark Controversy: ‘আমরা কিছু বলিনি’, হজরত মহম্মদ বিতর্কে বললেন পীযুষ গোয়েল

by Anamika Nandi
Prophet Remark Controversy: 'আমরা কিছু বলিনি', হজরত মহম্মদ বিতর্কে বললেন পীযুষ গোয়েল

মহানগর ডেস্ক: মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল (Piyush Goyal) বলেছেন, সদ্য ক্ষমতাচ্যুত বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) নবি সম্পর্কিত মন্তব্য NDA-তে কোনও প্রভাব ফেলেনি। তাঁর বক্তব্য, মিসেস শর্মার মন্তব্যের ফলে উপসাগরীয় দেশগুলির সঙ্গে সম্পর্কে কোনও ব্যাঘাত ঘটবে না। তা অব্যাহত থাকবে। তাঁর কথায়, নূপুর শর্মার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিন কয়েক আগে হজরত মহম্মদের বিয়ে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি নেত্রী। তারপর তাঁকে বরখাস্ত করেছে ভারতীয় জনতা পার্টি। সেইসঙ্গে দিল্লি ইউনিটের মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালকেও বহিষ্কার করা হয়েছে। কারণ তাঁদের মন্তব্যের জেরে অশান্ত হয়ে উঠেছে ইসলামিক দুনিয়া। এমনকি এই বিষয়টি আন্তর্জাতিক একটি ইস্যু হয়ে উঠেছে। প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়, দলের কাছে সমস্ত ধর্মই সমান। যে কোনও ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননার তীব্র নিন্দা করে দল।

আরও পড়ুন: বিশেষ সুযোগ IBPS-এ, আবেদন করুন সত্বর

এদিন বাণিজ্য ও শিল্প মন্ত্রী গোয়েল বলেছেন, ‘শর্মার মন্তব্য সরকারের উপর কোনও প্রভাব ফেলবে না। দলের পক্ষ থেকে তাঁর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, নূপুর শর্মার মন্তব্যের কারণে দেশের সঙ্গে বাকি উপসাগরীয় দেশগুলির সম্পর্কে কোনও পরিবর্তন ঘটবে না। অন্যদিকে ভারতীয় পণ্য বয়কট করার বিষয়টি জিজ্ঞাসা করা হলে গোয়েল বলেছেন, তিনি এমন কিছু শোনেনি।

তাঁর কথায়, বাইরের দেশগুলি মিসেস শর্মার মন্তব্যের বিরোধিতা করেছে। তাদের দাবি, যে এই ধরনের কথা বলেছে, তাঁর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তাঁর বক্তব্য, উপসাগরীয় দেশগুলিতে বসবাসকারী সমস্ত ভারতীয় নিরাপদে রয়েছেন। তাদের উদ্বিগ্ন হওয়ার কোনও দরকার নেই।

You may also like