Home Featured AAP: ‘আমরা যশবন্ত সিনহাজিকেই সমর্থন করব’, ঘোষণা আপের

AAP: ‘আমরা যশবন্ত সিনহাজিকেই সমর্থন করব’, ঘোষণা আপের

by Anamika Nandi
AAP: 'আমরা যশবন্ত সিনহাজিকেই সমর্থন করব', ঘোষণা আপের

মহানগর ডেস্ক: আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করবে আম আদমি পার্টি (AAP)। শনিবার আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং জানিয়েছেন, “আমাদের দ্রৌপদী মুর্মুর প্রতি শ্রদ্ধা রয়েছে, তবে আমরা যশবন্ত সিনহাজিকেই (Yashwant Sinha) সমর্থন করব”। দলের রাজনৈতিক উপদেষ্টা কমিটির বৈঠকের পরে ঘোষণা করেছেন সঞ্জয় সিং।

AAP একমাত্র বিজেপি বিরোধী ও অ-কংগ্রেস দল যার দুটি রাজ্যে সরকার রয়েছে, দিল্লি এবং পঞ্জাব। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর দল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সমর্থন জানিয়েছে মিস্টার সিনহাকে। ১৮ তারিখ রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন যশবন্ত সিনহা। নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার এবং ভোট গণনা হবে ২১ জুলাই। ইতিমধ্যেই বিজেডি, বহুজন সমাজ পার্টি, বিজু জনতা দল, শিরোমণি আকালি দল এবং শিবসেনার মত কিছু আঞ্চলিক দলের সমর্থন পেয়েছেন মিসেস মুর্মু।

বিশেষজ্ঞদের ধারণা, বিরোধী দলের প্রার্থীর থেকে পাল্লা ভারী রয়েছে মুর্মুর। অনেকে ধরেই নিয়েছেন দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হতে চলেছেন আদিবাসী নেত্রী। এমনকি এনডিএ প্রার্থীর জেতার সম্ভাবনা বেশি রয়েছে বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, মহিলাদের প্রতি একটা সমর্থন আমাদের রয়েছে। রাজনীতিতে যদিও পুরুষ এবং মহিলার কোনও ফারাক হয় না। তবে এদিন এহেন পরিস্থিতিতে বিরোধী প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে আপ।

You may also like