Home Top Stories Weather Report: মেঘলা আকাশ, দেখা নেই সূর্যর, আরও কনকনিয়ে শীত অনুভূতি?

Weather Report: মেঘলা আকাশ, দেখা নেই সূর্যর, আরও কনকনিয়ে শীত অনুভূতি?

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: আচমকাই সকালের দিকের ঠান্ডা উধাও। চলতি সপ্তাহে যেভাবে শীতের আগমন ঘটেছিল, তা থেকে অনেকেই মনে করছিল, এবার হয়তো এভাবেই যাকে শীত পড়বে। কিন্তু সে বিষয়ে আগে থেকেই আবহাওয়া দফতর সতর্ক করে দিয়েছিল। কারণ বঙ্গে এখনও জমাটি শীতের জন্য অপেক্ষায় থাকতে হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শহরাঞ্চলে শীত অনুভূত হবে (Weather Report) । কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে পারদ নেমেছে ১৩ ডিগ্রিতে। অর্থাৎ বলা যায় সেখানকার বাসিন্দাদের শাল, চাদর বেরিয়ে গিয়েছে।

রবিবার শহর কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি এবং ১৯ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। তবে দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি হবে না। গোটা দক্ষিণবঙ্গের কোথায় আপাতত আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকায় আপেক্ষিক আদ্রতা সামান্য বেশি থাকবে।

ওদিকে, পাহাড়েও কখনও দেখা দিচ্ছে সূর্য, কখনও আবার বেলা গড়িয়ে যাচ্ছে কিন্তু মুখ তুলছেন না সূর্যদেব। কিন্তু দৃশ্যমানতা পরিষ্কার থাকায় নানা রকম দৃশ্য দারুন অনুভব করছেন পর্যটকরা।

দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থিত ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ দক্ষিণ ভারতের অভিমুখী হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। তা দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু উপকূলে পৌঁছতে পারে। তবে এর সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায় ।

You may also like