Home Kolkata Weather Report: শহর জুড়ে হিমের পরশ, ডিসেম্বরে আরও পারদ পতন বঙ্গে

Weather Report: শহর জুড়ে হিমের পরশ, ডিসেম্বরে আরও পারদ পতন বঙ্গে

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: শহর জুড়ে শীতের আমেজ। ভোরের দিকে শিরশিরনি ঠান্ডা মন কেড়েছে শহরবাসীর। নভেম্বরের শেষের পারদ পতন আরও একটু বেশি হলে হয়তো বেশি খুশি হতো সাধারণ মানুষ। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ডিসেম্বরের শুরুর দিকে পারদ আরও খানিকটা নামবে। যার ফলে বেশ মনোরম হবে বছরের শেষটা।

আজ শুক্রবার শহর কলকাতা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি এবং ১৭ ডিগ্রি সেলসিয়াস। আপাতত কয়েকদিন একই রকম থাকবে আবহাওয়া। শুষ্কতার জেরে আগামী সপ্তাহের শেষের দিকে আরও খানিকটা পারদ পতন হলেও হতে পারে। শহরে শীতের ভাব কম থাকলেও, জেলায় জেলায় পারদ আরও তিন চার ডিগ্রি নেমেছে। যার ফলে শীতের শিরশিরানি এবং কুয়াশার দাপট আরও বেশি নজরে পড়ছে।

ওদিকে আবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে। যার গতিপ্রকৃতি এখনও স্পষ্ট নয়। তাই এর জেরে আগামী দিনে আবহাওয়ায় কোনও প্রভাব পড়ে কি না, তার দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গের পাশাপাশি শুষ্ক রয়েছে উত্তরবঙ্গের পরিবেশও। উত্তরের হিমালয়ের পাদদেশের জেলাগুলিতে পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় বেশ জাকিয়ে শীত অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ডিসেম্বরের শুরু থেকে পাহাড়ে আরও নামবে পারদ। যার ফলে আরও মনোরম হয়ে উঠবে পাহাড়ের প্রকৃতি।

You may also like