মহানগর ডেস্ক: ফের পারদ পতন। শুক্রবার পারদ খানিকটা ঊর্ধ্বমুখী হলেও, আজ শনিবার সকালে ফের ১ ডিগ্রি নেমে গেল পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Weather Office) সূত্রে খবর, উত্তুরে হওয়ার অবাধ প্রবেশের জেরেই দুই বঙ্গে শীতের আমেজ তৈরি হয়েছে।
আজ শনিবার সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি এবং ১৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে পারদ নেমেছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আরও দু’দিনে বেশ খানিকটা নামবে পারদ। কারণ উত্তরে হওয়ার প্রবেশ পথ একেবারে বাধা বিহীন হয়ে রয়েছে।
উত্তরবঙ্গেও মনোরম হয়ে রয়েছে আবহাওয়া। সকালের দিকে বেশ হিমের পরশ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা স্পষ্ট হয়ে রয়েছে। আগামী ৪/৫ দিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
ওদিকে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যের তাপমাত্রা থাকবে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মধ্য ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আর পূর্ব ভারত এবং উত্তর-পশ্চিম ভারত লাগোয়া বেশ কিছু রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি নিচে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।