মহানগর ডেস্ক: ডিসেম্বরের শুরুতেই শীত প্রায় উধাও। রাতের দিক এবং ভোরবেলা ছাড়া সারাদিনে কোনও রকম প্রভাব নেই শীতের। যার ফলে রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠছেন শহরবাসী। কিন্তু এখনই মেজাজ হারালে চলবে না। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই গোটা রাজ্যজুড়ে শীতের অনুভূতি। মোটামুটি ক্রিসমাসের আগেই শীত অনুভব করতে পারবেন শহরবাসী, এটাই আনন্দের, সুসংবাদ, বলে দাবি করছেন আবহাওয়াবিদরা।
শুক্রবার শহর কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি এবং ১৭ ডিগ্রি সেলসিয়াস। শীতের এই খানিক অনুভূতি দিয়ে উড়ে যাওয়ার বিষয়টিতে বেশ ক্ষিপ্ত শহরবাসী। মূলত বঙ্গোপসাগরের উপর দুটি নিম্নচাপ মাথাচাড়া দিয়ে ওঠায়, উত্তরে হওয়ার অবাধ প্রবেশ বাধা পাচ্ছে। যার ফলে শীত প্রায় নেই বললেই চলে। কিন্তু আর কিছুদিন অপেক্ষা করলেই ডিসেম্বরের ১৫ তারিখ থেকে যে জাঁকিয়ে শীত আগমন করবে বঙ্গে, তার ঝড়ো ব্যাটিং স্থায়ী থাকবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।
ওদিকে দক্ষিণ ভারতে আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কর্ণাটক, কেরল, তামিলনাডু এবং লাক্ষাদ্বীপ সহ-সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব ও হিমাচল প্রদেশে। আগামী ৪৮ ঘণ্টায় প্রবল কুয়াশা হতে পারে এই দুই রাজ্য।
এছাড়াও উত্তর-পশ্চিম ভারতের অন্যান্য রাজ্যে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী তিন দিন কুয়াশা হতে পারে ওড়িশা রাজ্যে ও। এ ছাড়া উত্তর প্রদেশের কিছু এলাকায় এবং অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে আগামী দু’তিন দিন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।