মহানগর ডেস্ক: শীতের ঝড়ো ব্যাটিংয়ে বাধা। ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে পারদ। যার ফলে বেশ খানিকটা রুষ্ট হয়েছে শহরবাসী। মূলত পশ্চিমাংশের জেলাগুলিকে বাদ দিয়ে গোটা দক্ষিণবঙ্গেই (North Bengal) পারদ চড়তে শুরু করেছে।
আজ বৃহস্পতিবার আর কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি এবং ১৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শীতের আমেজে কাঁটা হয়ে দাঁড়িয়েছে দু’টি ঘূর্ণাবর্ত। যার মধ্যে একটি অবস্থান করছে দক্ষিণ পূর্ব আরব সাগর এলাকায়। আর একটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। যা গাঙ্গেয় বঙ্গে উত্তর পশ্চিম ভারতের বাতাস প্রবেশে বাধা সৃষ্টি করছে।
জানা যাচ্ছে, ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকে জাঁকিয়ে শীত অনুভূত হবে কলকাতা সহ গোটা রাজ্যেই। চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবারের পর থেকে ফের কিছুটা পারদ পতন শুরু হবে, বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
ওদিকে বিহার, ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে ইতিমধ্যেই পারদ বেশ খানিকটা নিচে অবস্থান করছে। মূলত ওই এলাকা বাদে গোটা দক্ষিণবঙ্গে সামান্য গরমের ভাব নতুন করে তৈরি হয়েছে। কারণ উত্তরে শীতল হাওয়া অবাধে প্রবেশ করতে চাইলেও বাধা তৈরি করছে নিম্নচাপ। যা উত্তরে হওয়াকে আটকে দিচ্ছে। এটি কেটে গেলেই অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে জমাটি শীত অনুভব করবে বঙ্গবাসী।