মহানগর ডেস্ক: শহর জুড়ে শীতের মরসুম। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, এখনও চার দিন একই রকম শীত বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় সকালের দিকে কুয়াশায় ঢাকা আকাশ দেখা দিলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে, বাড়বে দৃশ্যমানতা (Weather Report) ।
আজ বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি এবং ১৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বেশ শুষ্ক এবং শীত শীত ভাব বজায় থাকবে। শীতের প্রভাব খানিকটা বেশি বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে নেমেছে।
ওদিকে, দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করা ঘূর্ণাবর্তটি গতকাল অর্থাৎ বুধবার নিম্নচাপে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে এই নিম্নচাপটি দক্ষিণ ভারত অভিমুখী। যার ফলে বলা যায় এর কোনও প্রভাব পড়ার আশঙ্কা এই রাজ্যে নেই। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার।
এই জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম সহ বিস্তীর্ণ পার্বত্য এলাকায়।