মহানগর ডেস্ক: কয়েকদিন ধরে বঙ্গবাসী চাপে ছিল মান্দৌস নিয়ে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ নিয়ে আবহাওয়া কতটা কি পরিবর্তন হতে পারে বা বৃষ্টি হবে কি না সে নিয়ে চিন্তিত। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের উপর এই ঘুর্ণিঝড়ের প্রভাব পড়বে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে কিছুটা। তেমনই ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতের মেজাজ বজায় থাকলেও শেষের দিকে সেই তাপমাত্রার পারদ চড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে আজ কলকাতায় তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে। আজকের মতো সকাল সন্ধ্যায় শীতের আমেজ আগামীকাল পর্যন্ত বহাল থাকবে। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে ঠান্ডার আমেজ কমিয়ে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতা সহ আশেপাশের আকাশ থাকবে পরিষ্কার। হুহু ঠান্ডা উত্তুরে হাওয়া বয়ার জন্য শুষ্ক আবহাওয়া থাকবে। ভোর ও রাতের দিকে শীত খানিকটা অনুভূত হবে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ থেকে কমে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি থেকে কমে হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ন্যূনতম ৪৮ শতাংশ ও সর্বাধিক ৯১ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : শহরের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আবহাওয়ার তেমন পার্থক্য চোখে পড়বে না। উত্তরে হাওয়ার প্রভাব সহ তাপমাত্রাও হবে নিম্নগামী। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। রাতের তাপমাত্রারও তেমন পরিবর্তন হবে না, তবে শুক্রবার থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা – ২৪.৯°C
সর্বনিম্ন তাপমাত্রা – ১৯.৬°C
আর্দ্রতা – ৫৫%
মেঘে ঢাকা – ৫৪%
বাতাস – ১১ কিমি/ঘন্টা
আগামীকালের আবহাওয়া : তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলা সম্ভাব্য ঘূর্ণিঝড় মান্দৌসের কোনও প্রভাবই বাংলার উপকূলে পড়বে না। তবে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পশ্চিমবঙ্গের একাংশের আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা বলে অগ্রিম জানিয়েছে হাওয়া অফিস।