মহানগর ডেস্ক: শহর জুড়ে বেশ শীত শীত আমেজ। রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে। যা এই নভেম্বর মাসের কলকাতার ক্ষেত্রে একদম স্বাভাবিক, বলেই দাবি করছেন আবহাওয়াবিদরা। কিন্তু বাঙালি তো এতেই সুখী নয়, বাঙালি চাইছে জাঁকিয়ে শীত। যা এখনই নয়, স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আবহাওয়াবিদরা (Weather Report)। যার ফলে অনেকেই শীতের পোশাক বের করবেন করবেন করে, আর করছেন না।
আজ সোমবার সপ্তাহের প্রথম দিন, সকালের দিকে সামান্য আকাশ মেঘলা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উঠেছে চড়া রোদ। যার ফলে নিত্য যাত্রীদের বেশ অস্বস্তি বা গরমের মুখে পড়তে হয়েছে। আজ শহর কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি এবং ১৮ ডিগ্রি সেলসিয়াস। মূলত সূর্যাস্তের পর থেকে পারদ নামতে শুরু করবে রাতের দিকে বেশ জমাটি শীত অনুভব হবে।
ওদিকে পাহাড়ে পারদ যথারীতি অনেক নেমে গিয়েছে। আজ সোমবার দার্জিলিংয়ের তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে আরও দু থেকে তিন ডিগ্রি পারদ নামছে। আজ আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার ও বুধবার পাহাড়ে খানিকটা মেঘের আগমন হবে। যার ফলে সারাদিনই সূর্যের দেখা না পাওয়া যেতে পারে।
উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেশ কিছু রাজ্যে বরফ পড়তে শুরু করেছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ ভারতমুখী হওয়ায় তার প্রভাব বঙ্গে পড়ছে না, বলেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। যার ফলে আপাতত চলতি সপ্তাহেও উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।