মহানগর ডেস্ক: রাজ্য জুড়ে শীতের আমেজ। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৮° সেলসিয়াসের ঘরে। তার সঙ্গে শীতের ঝড়ো ব্যাটিং আরও মন কেড়েছে বঙ্গবাসীর। ওদিকে পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা আরও নেমেছে (Weather Report)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২২ নভেম্বরের পর থেকে ধীরে ধীরে শীত পড়বে। তবে বর্তমানে যে শীতের আমেজ তৈরি হয়েছে তা খানিকের অতিথি।
পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া সহ পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা নেমেছে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যার ফলে জেলাগুলিতে বেশ জাকিয়ে শীত অনুভূত হচ্ছে। শহরের দিকে মূলত স্বাভাবিকের থেকে ১ – ২ ডিগ্রি তাপমাত্রা কম রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তেমন শীত এখনও প্রবেশ করেনি বঙ্গে।
ওদিকে উত্তরে বেশ নিম্নমুখী পারদ। গোটা পাহাড় জুড়ে মনোরম শীতের পরিবেশ তৈরি হয়ে রয়েছে। আপাতত শুষ্ক রয়েছে পাহাড়ের মরসুম। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই। যার ফলে দার্জিলিং, কালিম্পংয়ের পর্যটকরা বেশ চুটিয়ে অনুভব করছেন শীত।
অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ দক্ষিণ ভারতের দিকে এগোবে বলে অনুমান। যা আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু উপকূলে পৌঁছবে রবি – সোমবারে।