মহানগর ডেস্ক: কালীপুজোর আগে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়াবহ ঘূর্ণিঝড়। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে চলেছে উপকূলবর্তী এলাকাগুলিতে, এমনটাই শোনা যাচ্ছে গত দু’দিন ধরে। আদৌ কী এই সম্ভাবনা সত্যি? সত্যিই কী আর কয়েকদিনের মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় ধেয়ে আসতে চলেছে বাংলার উপর? মুখ খুললেন আবহাওয়াবিদ (Weather Update)।
মূলত একটি মার্কিন আবহাওয়া সংস্থার মডেলে দাবি করা হয়েছে, আগামী সপ্তাহে বঙ্গোসাগরের ওপর একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যার গতিবেগ হবে ঘণ্টায় ২০০ কিলোমিটার বা তার আশেপাশে। যেটি আছড়ে পড়তে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের মধ্যে যে কোনও জায়গায়।
মার্কিন সংস্থার প্রকাশ করা এই সম্ভাবনা আদৌ কতটা সত্যিই তা নিয়ে সংশয় রয়েছে। কারণ দিল্লির মৌসম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এইরকম কোনও ঘূর্ণিঝড়ের সর্তকতা এখনও পর্যন্ত জারি করা হয়নি। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দফতরের এক অধিকর্তা জানিয়েছেন, যদি কোনও ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা থাকে, তাহলে তা উপযুক্ত সময় মতো বারবারই জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত আবহাওয়া দফতরের তরফে তেমন কোনও পূর্বাভাস জারি করা হয়নি। তাই রাজ্যবাসী নিশ্চিন্তে থাকতে পারেন।
এ বিষয়ে আরও এক আবহাওয়াবিদ জানান, বেশ কিছু মার্কিন মডেলের তরফ থেকে এর আগেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। যদিও তা মেলেনি। তাছাড়া দক্ষিণ এশিয়ার আবহাওয়ার ক্ষেত্রে ভারতীয় মডেল অনেক বেশি কার্যকরী হয়ে থাকে। অতীতে তারই প্রমাণ আমরা বারংবার পেয়েছি। বিশেষ করে আমফাম এবং ইয়াসের সময় তা সত্যিও হয়েছে। তাই মার্কিন মডেলের উপর ভিত্তি করে কোন বাড়তি চিন্তা বা ব্যবস্থা করার কোনও প্রয়োজন এখনও নেই।