Home Top Stories Weather Update: পারদ পতন শহরে, অপ্রত্যাশিতভাবে শীত উপভোগ শহরবাসীর

Weather Update: পারদ পতন শহরে, অপ্রত্যাশিতভাবে শীত উপভোগ শহরবাসীর

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: বঙ্গ জুড়েই অপ্রত্যাশিতভাবে শীতের আমেজ। আজ শনিবার এক ডিগ্রি কমল কলকাতার সহ পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে খবর, আগামী সপ্তাহে বেশ খানিকটা নামবে পারদ (Weather Update)। যার ফলে শুরু কলকাতা নয়, পশ্চিমে জেলাগুলিতেও বাড়বে শীতের পরিমাণ। ওদিকে পাহাড়ে দার্জিলিং, কালিম্পংয়ে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যার ফলে বেশ জাঁকিয়ে পড়বে শীত।

আজ শনিবার শহর কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং ২০ ডিগ্রি সেলসিয়াস। যা সর্বনিম্ন তাপমাত্রা গতকাল অর্থাৎ শুক্রবার ছিল ২১ ডিগ্রি। অর্থাৎ বলা যায়, আজ এক ডিগ্রি নেমেছে তাপমাত্রা। তবে আপাতত দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার উর্ধ্বমুখীর কোনও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে আরও তিন – চার ডিগ্রি পারদ পতন ঘটবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

ওদিকে, পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং , কালিম্পং বাদে বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের তুলনা উত্তরবঙ্গে শীতের প্রভাব যথেষ্ট বেশি। গত ৩ – ৪ দিনে আরও বেশি জাঁকিয়ে শীত পড়বে বলেই দাবি করছেন আবহাওয়াবিদরা।

You may also like