মহানগর ডেস্ক: দেশ থেকে বিদায় নিতে শুরু করেছে বর্ষা। কিন্তু রাজ্য থেকে বিদায় নিতে খানিকটা বিলম্ব করছিল। কিন্তু এবার সেই সুখবর শোনালো আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ১৭ রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা। তার আগে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে (Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শনিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রা সঙ্গে সঙ্গে রোদের তীব্রতার কারণে খানিকটা অস্বস্তি বজায় থাকবে। অর্থাৎ বলা যায়, কলকাতার সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন আংশিক মেঘলা আকাশ এবং তার সঙ্গে দু-এক পশলা বৃষ্টি চলবে।
ওদিকে, পাহাড়ে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পাহাড়ের অন্যান্য জেলার আবহাওয়া শুকনো থাকবে। ফলে বলা যায়, পাহাড়ে আপাতত কয়েকদিন এমন রোদ-বৃষ্টির খেলা চলবে।
ওদিকে মার্কিন সংস্থার রিপোর্টকে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ ১৭ অক্টোবর উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এরপর থেকেই পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করবে। ২০ অক্টোবর এটি নিম্নচাপে পরিণত হতে চলেছে। দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে এটি নিম্নচাপ হয়ে অবস্থান করবে।