Home Top Stories Weather Update: কালীপুজোর আগের সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

Weather Update: কালীপুজোর আগের সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: মার্কিন আবহাওয়া সংস্থার তরফ থেকে, কালী পুজোর আগে ভারতীয় উপকূলে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা প্রকাশ করা হয়েছিল। যদিও সেই সম্ভাবনার কথা প্রাথমিকভাবে মৌসম ভবন এবং আলিপুর আবহাওয়া দফতর উড়িয়ে দিলেও, ইতিমধ্যে নতুন করে সেই সম্ভাবনায় সায় দিচ্ছে মৌসম ভবন। আইএমডি-র ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ১৮ অক্টোবর নাগাদ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।

গতকাল অর্থাৎ শনিবার উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা যার ফলে আগামী তিন চার দিন শুষ্ক থাকবে পাহাড়ের আবহাওয়া। এদিকে দক্ষিণবঙ্গ থেকে আগামী দু’দিনের মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে বর্ষা বিদায় নেবে। যার ফলে দক্ষিণবঙ্গেও কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। এরপরই ঘূর্ণিঝড় সিত্রাং-র আগমন ঘটার কথা।

মার্কিন সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছিল, আগামী ১৮ অক্টোবরের পর এই ঘূর্ণিঝড়রটি প্রবল বেগে আছড়ে পড়তে পারে ভারতীয় উপকূলে। আর তারপর থেকেই প্রতি মুহূর্তে সমুদ্রের আবহাওয়ার উপর নজর রাখা হচ্ছে। একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ১৮ অক্টোবর নাগাদ আন্দামান সাগরে। পরবর্তীকালে সেটা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এসে আরও একটু ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে ২০ অক্টোবর বৃহস্পতিবার নাগাদ। তারপর কোন দিকে আছে পড়বে? বা তার প্রভাব কী পড়বে? আদৌ এটি নিম্নচাপে পরিণত কবে হবে? সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাইছেন না আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদদের যদি আশঙ্কা সত্যি হয়, এই ঘূর্ণিঝড়ের প্রভাব বিধ্বংসীভাবে পড়লে, জনজীবন স্তব্ধ হতে পারে। যার ফলে মানুষের দীপাবলিও মাটি হতে পারে, বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

You may also like