Home Top Stories Weather Update: শহর জুড়ে শীতের আমেজ, কতদিন থাকবে এমন আবহাওয়া?

Weather Update: শহর জুড়ে শীতের আমেজ, কতদিন থাকবে এমন আবহাওয়া?

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: পুজো কাটছে না কাটতেই শহর জুড়ে শীতের আমেজ। দিনভোর পাতলা চাদর গায়ে দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে কালীপুজোর পরেই। এই শীতের অনুভূতি পাওয়ায় খুব খুশি শহরবাসী। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ২০১২ সালের পর অক্টোবর মাসে এই প্রথম পারদ এতখানি পতন ঘটেছে। চলতি বছরে শীত দীর্ঘায়িত হবে। বজায় থাকবে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত (Weather Update)।

আজ রবিবার শহর কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি এবং ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৯২ শতাংশ। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা শুক্রবার পর্যন্ত ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ এক ধাক্কায় প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ পতন ঘটেছে। অর্থাৎ বলা যায় একদিনেই বেশ খানিকটা হাওয়া বদল ঘটেছে শহরে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। চলতি বছরে শীত পড়তে চলেছে জাকিয়ে। কারণ মনে করা হচ্ছে, এ বছর কলকাতার তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এই বছর হিমরেখা নামছে প্রায় আরও ৭০০ মিটার। যার ফলে শীত দীর্ঘায়িত হচ্ছে।

You may also like