Home Top Stories Weather Update: পারদ ঊর্ধ্বমুখী, কেমন থাকবে আজকের আবহাওয়া?

Weather Update: পারদ ঊর্ধ্বমুখী, কেমন থাকবে আজকের আবহাওয়া?

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: কালীপুজোর পর থেকেই শহর জুড়ে শীতের আমেজ। অক্টোবরের শেষে যেভাবে তাপমাত্রা নিম্নমুখী হয়েছিল তাতে আপাতত বিলম্ব ঘটেছে। কারণ অক্টোবরের শেষে তাপমাত্রা নেমে ছিল ১৯.৬ ডিগ্রিতে, যা ১০ বছরের রেকর্ড ভেঙেছিল (Weather Update)। কিন্তু বর্তমানে আবার পারদ ঊর্ধ্বমুখী হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে খবর, আগামী ৪-৫ দিন কলকাতার আবহাওয়া একই রকম থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বৃহস্পতিবার শহর কলকাতা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং ২০ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৮৭ শতাংশ। জানা যাচ্ছে, এখনও উত্তর-পশ্চিম দিক থেকে শীতল বাতাস সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারেনি। এই হাওয়া জোরদার হতে বা জাকিয়ে প্রবেশ করতে আরও অনেকটা সময় লাগবে। ফলে ততক্ষণ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা আর নাও নামতে পারে।

বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এখনও বেশি রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী বেশ কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। অর্থাৎ বলা যায়, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে।

You may also like