মহানগর ডেস্ক: শহর জুড়ে চলছে শীতের আমেজ। চলতি সপ্তাহে তাপমাত্রা কমেছে (Weather Update)। যার ফলে বেশ শীত শীত ভাব অনুভব করছেন শহরবাসী। আপাতত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই টানা শীতের আমেজ বজায় থাকবে। পাশাপাশি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বলেও খবর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে।
আজ বুধবার শহর কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে বলা যায়, সূর্য ডুবে যাওয়ার পর থেকে ফের শীত শীত ভাব অনুভূত হবে। বিকেলের পর থেকে শহর জুড়ে শীতের আমেজ বজায় থাকবে। ওদিকে জেলায় জেলায় সন্ধ্যের পর থেকেই দেখা যাচ্ছে কুয়াশার বিস্তার। শীতের প্রভাব বেশ স্পষ্ট জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকবে। মঙ্গলবার পানাগড় এবং শ্রীনিকেতনের তাপমাত্রা ১১ ডিগ্রিতে এসে দাঁড়ায়।
ওদিকে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে আজ বুধবার। এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই নিম্নচাপটি দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ বলা যায় যার প্রভাব পড়ছে না বঙ্গে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরের ঘূর্ণাবর্তের এবং নিম্নচাপের প্রভাবে আন্দামান সহ দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হতে চলেছে ১৯ নভেম্বর থেকে। যার প্রভাবে তামিলনাড়ুতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আগামী তিন থেকে চার দিন উত্তর-পশ্চিম ভারতের এবং মধ্য ভারতের তাপমাত্রা বেশ কিছুটা নামবে বলেই খবর।