মহানগর ডেস্ক: ফের সপ্তাহের শেষ দিকে পারত পতন। শনিবার ভোরের দিকে শহরাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। জানা যাচ্ছে, আগামীকাল থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা আরও খানিকটা কমবে। অর্থাৎ বলা যায়, বেশ কয়েকটি জেলায় আরও জাঁকিয়ে শীত পড়তে চলেছে। এরপর মাঝে বেশ কিছুদিন তাপমাত্রার উর্ধ্বমুখী ভাব থাকলেও, আবার ২২ নভেম্বর থেকে পারদ হবে নিম্নমুখী (Weather Update)।
আজ শনিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি এবং ১৯ ডিগ্রি সেলসিয়াস। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় এমনি শহরের তুলনায় ২ – ৩ ডিগ্রি কম রয়েছে তাপমাত্রা। আগামীকাল থেকেই সেই পারদ আরো কমবে যার ফলে বলা যায় জেলায় বেশ জাঁকিয়ে শীত অনুভূত হতে শুরু করে দিয়েছে।
শহরের দিকে যদিও সকালের দিকে কুয়াশা ঘনঘটা এবং শীতের অনুভূতি বজায় থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের আগমন বেশ মনোরম করছে তাপমাত্রা। যদিও আবার সূর্যাস্তের পর শীতের ঝড়ো ব্যাটিং শহরবাসীকে মনোরম আবহাওয়া অনুভব করাচ্ছে।
ওদিকে পাহাড়েও বেশ শুষ্ক রয়েছে আবহাওয়া। তবে আজ শনিবার দার্জিলিং, কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে সেটি একেবারে অল্প সময়ের জন্য। এমনি পাহাড়ের আকাশ পরিষ্কার। দৃশ্যমানতা যথেষ্ট থাকায় পর্যটকরা বেশ মনোরম পরিবেশ উপভোগ করছেন।