মহানগর ডেস্ক: বেশ মনোরম আবহাওয়া কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। শহরের দিকে শীতের অনুভূতি কম হলেও, জেলায় জেলায় ভোরের দিকে দিচ্ছে কাঁপুনি। হালকা লেপ কাঁথাও বেরিয়ে গিয়েছে বঙ্গবাসীর। কিন্তু আপাতত এই সপ্তাহে আবহাওয়া শুষ্ক থাকলেও, আগামী সপ্তাহে বৃষ্টির ভ্রুকুটি চোখে পড়ছে। যা নিয়ে বেশ চিন্তিত শহরবাসী (Weather Update)।
আজ শনিবার শহর কলকাতা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং ২১ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৮০ শতাংশের কাছাকাছি। জেলায় জেলায় ভোরের দিকে দেখা যাচ্ছে কুয়াশার দাপট। অনেকেই মাঙ্কি টুপি এবং চাদর গায়ে দিয়ে ভোরে হাঁটতে বেরোচ্ছেন। কালীপুজোর পর থেকেই আবহাওয়ার এই পরিবর্তনে অত্যন্ত খুশি বঙ্গবাসী।
ওদিকে, জানা যাচ্ছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর আগামী সপ্তাহে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়িয়ে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি করবে। যেটি অন্ধ্রপ্রদেশ এবং ওডিশা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। তবে নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড়ের কোনও আশঙ্কা নেই, বলেই আপাতত খবর। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও রকম সতর্কতা জারি করা হয়েছে।