মহানগর ডেস্ক: রাতের দিকে হালকা এবং বেলা গড়াতেই ভ্যাপসা গরম। আপাতত এই পরিস্থিতির হাত থেকে রেহাই নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হচ্ছে, এখনই শীতের প্রবেশ ঘটছে না রাজ্যে। সাইক্লোনের প্রভাবেই যে ক’দিন পারদ-পতন ঘটেছিল, তা সাময়িক। আপাতত গরমকেই সঙ্গী করতে হবে শহরবাসীকে (Weather Update)।
আজ শুক্রবার শহর কলকাতা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং ২০ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৮০ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তারা জানাচ্ছেন, আপাতত বঙ্গে শীতের প্রবেশের কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন ভোরবেলা সামান্য শীত অনুভূত হতে পারে। তাপমাত্রা কিছুটা কমায় এই শিরশিরানি ভাব অনুভূত হবে। তবে এটি কিন্তু কোনওভাবেই শীতের ইঙ্গিত নয়। আপাতত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভবনা নেই।
কলকাতা বাদে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য কমতে পারে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে খুব সামান্য পারদ পতন হতে পারে। কিন্তু শুষ্কই থাকবে তাপমাত্রা। ওদিকে, পাহাড়ে আপাতত শুষ্ক হয়ে রয়েছে আবহাওয়া। বেশ কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে। ঝিরঝিরে বৃষ্টি দেখা দিতে পারে শুধুমাত্র দার্জিলিং অঞ্চলে।