মহানগর ডেস্ক: শহর জুড়ে বেশ শীত শীত আমেজ। সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়ে বেশ শীত অনুভব করছেন শহরবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই শহর জুড়ে জাঁকিয়ে শীত নয়। শীতের আসতে এখনও দেরি আছে। তার মধ্যে দোসর হচ্ছে বৃষ্টিপাত। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফ থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে সে বিষয়ে এখনও পর্যন্ত ভারতের আবহাওয়া দফতরের তরফ থেকে কোনরকম পূর্বাভাস দেওয়া হয়নি (Weather Update)।
আজ শুক্রবার শহর কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং ২১ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৭৮ শতাংশ। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা ১ ডিগ্রির নীচে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গে বেশ জাকিয়ে পড়েছে শীত। শহর জুড়ে গোটা পাহাড়ে পারদ পতন ঘটেছে। আগামী দু তিন দিন একই রকম থাকবে দার্জিলিং সহ কালিম্পংয়ের আবহাওয়া। আপাতত সেখানে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
এদিকে জানা যাচ্ছে, নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার সম্ভাবনা প্রকাশ করছে বাংলাদেশের আবহাওয়া দফতর। যা সাইক্লোন হিসেবে মাথা চারা দিলে, তার নাম দেওয়া হবে ‘ম্যান্দোস’। যেটি সংযুক্ত আরবের দেওয়া।