Home Weather নিম্নচাপের জেরে পুজোর মধ্যেই বৃষ্টির সম্ভাবনা , জেনে নিন কতটা বৃষ্টি হতে পারে

নিম্নচাপের জেরে পুজোর মধ্যেই বৃষ্টির সম্ভাবনা , জেনে নিন কতটা বৃষ্টি হতে পারে

by Shreya Maji
5 views

কলকাতা: পুজো শুরু হয়ে গিয়েছে বলা চলে কারণ কলকাতার প্যান্ডেলগুলিতে প্রথমা থেকেই উপচে পরছে ভিড়। আবহাওয়াও শুষ্ক। সকালের পর থেকে বেলা গড়ালে একটু গরম থাকলেও রাতের দিকে কমছে তাপমাত্রা। শীত আসছে তা জানান দিচ্ছে আবহাওয়া। সেই ভ্যপসা গরমটা আর নেই। তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে নবমী দশমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এতেই এখন মাথায় হাত বাঙালির।

আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপের জেরে  আকাশ মেঘলা থাকবে। এর জেজেই হালাকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আকাশ মেঘলা থাকবে কলকাতা, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে । হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় । অষ্টমী পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। ২৩ এবং ২৪ তারিখ থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

টানা  বৃষ্টির কারণে পুজোর আনন্দ মাটি হতে পারে এমটা কিন্তু নয়। মনোরম আবহাওয়াতে পুজো কাটবে বলেই জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। তবে এই  নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণা বাতাসে ভর করে । বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে।

You may also like