মহানগর ডেস্ক: চলতি মাসের শেষে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ বঙ্গে শীতের আমেজ বজায় থাকলেও আর সম্ভাবনা নেই জাঁকিয়ে শীতের। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন বুধ ও বৃহস্পতিবার মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূল ও সংলগ্ন জেলাগুলি। হাওয়া অফিস জানিয়েছে, দুটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও কর্নাটকে । পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে এবং আজ ২৭ জানুয়ারি শনিবার আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। যার জেরেই ফের বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জেলার তাপমাত্রা আরও কিছুটা কম থাকবে।
অন্যদিকে উত্তর বঙ্গের জেলাগুলিতে বেশ কিছুটা বেশী ঠাণ্ডা থকাবে। ঘন কুয়াশা থাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং-এ । সিকিমের পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মঙ্গলবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।