মহানগর ডেস্ক: আকাশ থেকে মেঘ পরিষ্কার হতেই ফের বঙ্গে ফিরেছে ঠাণ্ডার আমেজ। গত দু দিন ধরেই নতুন করে ব্যাটিং শুরু করেছে শীত। আবহাওয়া দফতর বলছে আগামী ২৪ ঘন্টাতেও এই রকমই আবহাওয়া থাকবে। তারপর থেকেই বদলাবে আবহাওয়া। তবে সরস্বতী পুজোর দিন বৃষ্টি হবে কিনা তা জানতেই মুখিয়ে বঙ্গবাসী। কারণ এবারের পুজো আরও একটু স্পেশাল। ওই দিনেই ভ্যালেন্টাইন্স ডে।
আলিপুরের পক্ষ থেকে জানানো হয়েছে আজ রবিবার এবং আগামীকাল সোমবার আবহাওয়া শুষ্ক থাকলেও মঙ্গলবার থেকে বদলাবে আবহাওয়া। সরস্বতী পুজোতে তিন জেলাতে হতে পারে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় সরস্বতী পুজোর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে । বৃহস্পতিবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় মঙ্গলবার ও বুধবার হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার এখনও তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রির ঘরে, বলা ভাল শহরে এখনও বেশ ঠাণ্ডাই হয়েছে। স্বাভাবিকের ৩ ডিগ্রী নীচে পারদ। তবে বুধবার থেকে বৃষ্টির পর আর তাপমাত্রা সেইভাবে কমার সম্ভাবনা নেই। বুধবার থেকে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। জেলাজুড়ে আংশিক মেঘলা আকাশ থাকবে। জেলজুড়ে হালাকা কুয়াশা থাকলেও বেলা বৃদ্ধি পেলে তা পরিষ্কার হয়ে যাবে।