মহানগর ডেস্ক: পূর্বাভাস মতই মঙ্গলবার সন্ধায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালহা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণের এই বৃষ্টিপাত। এখনই নিস্তার নেই বৃষ্টি থেকে এমনটাই বলছে হাওয়া অফিস। আগামী দুদিন চলবে বৃষ্টি। শনিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে কলকাতা সহ ২০টি জেলায় হবে ঝেঁপে বৃষ্টি। আগামীকাল বৃহস্পতিবার বেশী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বেশী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় । হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান । অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম ছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
সমস্ত জেলাতেই আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গেই তাপমাত্রা বাড়বে বেশ কিছুটা। তবে শুধু দক্ষিণবঙ্গে নয় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় । সব জেলাতে আগামিকাল, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। কালিম্পং এ শিলাবৃষ্টি হতে পারে বলেই জানানো হয়েছে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াস।