কলকাতা: কলকাতার আবহাওয়া এখন বেশ নরম। নবমীতে কলকাতার বৃষ্টি হলেও দশমীতে আবহাওয়া বেশ ভালোই ছিল। বৃষ্টি আনন্দ মাটি করেনি। তবে আজ একাদশীতে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ষার বিদায় নিয়েছে। নিম্নচাপের জেরেই এখনও এই ভোগান্তি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই নিম্নচাপ কেটে গেলেই ধীরে ধীরে ঠাণ্ডা পরতে শুরু করবে। রবিবার সকাল সাড়ে আটটা থেকে গতকাল সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত কলকাতায় ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সেই সঙ্গেই হালকা বৃষ্টির সঙ্গে আকাশ মেঘলার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দশমীতে কলকাতায় বৃষ্টি হয়নি। মায়ের বিদায় সুসম্পন্ন হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জন হয়েছে। যদিও আবহাওয়ার কথা মাথায় রেখে গঙ্গার ঘাটগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। বলা ভাল নরম আবহাওয়াতে সকলে সিঁদুর খেলার আনন্দে মেতেছিল।