Home Weather আজ নবমীতে তৈরি ঘূর্ণিঝড়, কোথায় হবে ল্যন্ডফল, কেমন থাকবে আবহাওয়া

আজ নবমীতে তৈরি ঘূর্ণিঝড়, কোথায় হবে ল্যন্ডফল, কেমন থাকবে আবহাওয়া

by Shreya Maji
4 views

কলকাতা: আজ মহানবমী। সোমবারেই বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার প্রভাব পড়বে বাংলায়। এই তথ্য আগেই দিয়েছে আবহাওয়া দফতর। মৌসম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরে বিরাট নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরেই বাংলায় হবে বৃষ্টি। অভিমুখ থাকবে বাংলার সুন্দরবন ও বাংলাদেশের দিকে।

আজ নবমী থেকে বাংলার আবহাওয়া পরিবর্তন হবে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষা বিদায় নিলেও নিম্নচাপের কারণে পুজোর শেষ কটা দিন আনন্দ মাটি হতে পারে। ঘূর্ণিঝড়টি ক্রমশ বাংলাদেশের উপকূলের কাছাকাছি এসে শক্তি হারাবে তারপর  অতি গভীর নিম্নচাপ হয়ে  স্থলভাগে প্রবেশ করবে। বুধবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করা সম্ভাবনা  রয়েছে বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের মাঝখান দিয়ে। এর জেরেই দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি বারবে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে উপকূলে ঝোড়ো হাওয়া বইবে এবং সমুদ্র উত্তাল হবে। আজ সন্ধ্যের মধ্যে  মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ  দেওয়া হয়েছে। দশমীর দিন এবং বুধবার কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।

You may also like