কলকাতা: দুর্গাপুজোর চার দিনের অপেক্ষা সারা বছর করে থাকে বাঙালি। এক বছর ধরেই চলে দিনগোনা। এই সময়ে যদি বৃষ্টি হয় তাহলে কার না মন খারাপ হয়। আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাররে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এতেই মনে ভয় ধরেছে। পুজোর আগে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। জানানোও হয়েছিল বৃষ্টি হবে না। কিন্তু সেই আশায় পড়েছে জল। নবমী দশমীর দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেনে নিন কি বলছে হাওয়া অফিস।
ঘূর্ণাবর্তের প্রভাব কতটা পড়বে এই নিয়েই এখন সকলে চিন্তায়। তবে আবহাওয়া দফতর জানিয়েছে অষ্টমী পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া থাকবে মনোরম। কিন্তু নবমীর দিন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। জানানো হয়েছে অক্টোবরের শেষের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। যার প্রভাব নবমী এবং দশমীতে বাংলা ও ওড়িশা উপকূলে প্রভাব পড়তে পারে। জানিয়ে রাখা ভাল, আরব সাগরে ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়েছে। যদিও এর প্রভাব বাংলায় পড়বে না ।
আজ বুধবার থেকে আবহাওয়া অষ্টমী পর্যন্ত শুষ্ক থাকবে।বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দু-এক জেলায় । বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে নিম্নচাপের কারণে কতটা বৃষ্টি হবে তা এখনই জানানো হয়নি।