Home Weather তেড়ে বৃষ্টি সঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, শনিবার থেকে ফের বদলাবে আবহাওয়া

তেড়ে বৃষ্টি সঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, শনিবার থেকে ফের বদলাবে আবহাওয়া

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক : সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর শুক্রবার ২৯ সেপ্টেম্বর থেকে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।২৭ সেপ্টেম্বর অর্থাৎ আজ বুধবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Hundred People Killed in Fire In Iraq: ইরাকে বিয়েবাড়ির অনুষ্ঠান হলে বিধ্বংসী আগুনে মৃত কমপক্ষে একশো,জখম দেড়শো

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

You may also like