HomeWeatherআজ থেকে ৫ দিন ব্যপক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, শীতের দাপট কতটা থাকবে...

আজ থেকে ৫ দিন ব্যপক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, শীতের দাপট কতটা থাকবে জেনে নিন

- Advertisement -

মহানগর ডেস্ক:  এবারে শীত যেন একেবারে অন্যরূপ দেখাচ্ছে। পারদ হু হু করে নামছে তো বটেই সঙ্গে দোসর করেছে বৃষ্টিকে।   বিপরীত ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে  দক্ষিণবঙ্গ জুড়ে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  জেনে নিন কোন কোন জেলাতে হবে বৃষ্টি।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত ৷ এর কারণেই আগামী ৫ দিন পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা  রয়েছে। হু হু করে কাঁপছে কলকাতা সহ গোটা বাংলা। এর মধ্যেই  টানা বৃষ্টির খবর শোনাল হাওয়া অফিস। আজ মঙ্গলবার হাল্কা বৃষ্টি হতে পারে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়।  আগামীকাল  বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হাল্কা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে ২৪ ও ২৫ জানুয়ারি । আকাশ মেঘলা  থাকবে, সেই সঙ্গে থাকবে কুয়াশার দাপট। ঠান্ডার দাপট এখনও আগামী বেশ কয়েকদিন ভালোমতো থাকবে।  আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে  তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন  হবে না।  পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের  বেশ কিছু অংশে শৈত্যপ্রবাহ বইতে পারে।

জানিয়ে রাখা ভাল, এবারে কলকাতাতেও ঝড়ো ব্যাটিং চালাচ্ছে শীত। সোমবার ছিল মরশুমের শীতলতম দিন। আর জেলাগুলির তো  কথাই নেই। তাপমাত্রা নেমাছে ১০ ডিগ্রির নীচে। গোটা দেশ জুড়েই বইছে শৈত্যপ্রবাহ। পার্বত্য এলাকা ছাড়াও দিল্লি সহ বেশ কয়েকটি জায়গাতায় তাপমাত্রার পারদ নেমেছে ২ থেকে ৩ ডিগ্রিতে। হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির কারণে কলকাতার তাপমাত্রা আরও নামতে পারে।

Most Popular