Home Weather দোলের আনন্দ মাটি করতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, জেনে নিন কোথায় কোথায় হবে বৃষ্টি

দোলের আনন্দ মাটি করতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, জেনে নিন কোথায় কোথায় হবে বৃষ্টি

by Shreya Maji
142 views

মহানগর ডেস্ক: গত সপ্তাহের মাঝ থেকেই বঙ্গে বেশ মনোরম আবহাওয়া। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে।  আবারও কোথাও হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি।  ভরা বসন্তে সাদা বরফে ঢেকেছে পাহাড়। রাত পেরালেই রঙের উৎসবে মাতবে সকলেই। কেমন যাবে দোলের দিন জেনে নিন কি বলছে হাওয়া অফিস।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে দোলের দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের তিন জেলায় সোমবার ভারী বৃষ্টির আশঙ্কা। আজ  রবিবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া  থাকলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে   উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া জেলায় । দোলের দিন বৃষ্টি হতে পারে  দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। হোলির দিন অর্থাৎ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ।  ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

 মঙ্গলবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই  আজ রবিবার রবিবার  ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে । আকাশ মেঘলা থাকার জন্য দিনে ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved