HomeWeatherবৃষ্টি নাকি মনোরম পরিবেশ, পুজোর চারদিন কেমন থাকবে আবহয়াওয়া, জেনে নিন

বৃষ্টি নাকি মনোরম পরিবেশ, পুজোর চারদিন কেমন থাকবে আবহয়াওয়া, জেনে নিন

- Advertisement -

কলকাতা: আর চিন্তা নেই। পুজোর সময় বৃষ্টি হবে কি হবে না এই চিন্তা আর করতে হবে না। কারণ  আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে পুজোর সময় মনোরম থাকবে আবহাওয়া। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাত পোহালেই মহালয়া। মহালয়ার দিন আকাশ পরিষ্কার থাকবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলেই জানানো হয়েছে। পুজোর চার দিনও বৃষ্টি হবে না, আকাশ মুলত পরিষ্কার থাকবে। তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তা হলেও ভারি বা অতি ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। আর কয়েকটা দিন পর থেকেই বঙ্গের তাপমাত্রা কমবে। আদ্রতা জনতি অস্বস্তি বজায় থাকবে।

উত্তরবঙ্গের   পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে । মঙ্গলবার থেকে সেখানের আবহাওয়া বদল হবে। ভালো করেই বাঙালির পুজো কাটবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা  ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

Most Popular