HomeWeatherঝড়-বৃষ্টি নাকি শুষ্ক আবহাওয়া, কেমন যাবে ছুটির দিন

ঝড়-বৃষ্টি নাকি শুষ্ক আবহাওয়া, কেমন যাবে ছুটির দিন

- Advertisement -

মহানগর ডেস্ক:  রাজ্যে শীত পেরিয়ে বসন্তের আগমন ঘটেছে। কিন্তু  প্রায় এক সপ্তাহ ধরে  আবহাওয়া খামখেয়ালি রূপ দেখাচ্ছে। একাধিক জেলা বৃষ্টিতে ভিজেছে। কলকাতাতেও হয়েছে বৃষ্টি। ছুটির দিনে এবং আগামী সপ্তাহে কেমন যাবে আবহাওয়া জেনে নিন কি বলছে হাওয়া অফিস।

শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখ ছিল। বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছিল। তবে কয়েক ফোঁটা বৃষ্টি পড়লেও আদতে বৃষ্টি হয়নি। তবে রবিবার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বেশী ঝড়-বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে রবিবার  বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে । পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে সোমবার বেশী বৃষ্টি হবে।   বৃষ্টির সম্ভাবনা বাড়বে মঙ্গলবার। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Most Popular