Home Weather ডানার ঝাপটা এড়াতে জোর কদমে চলছে প্রস্তুতি, জেনে নিন ঘূর্ণিঝড়ের সমস্ত আপডেট

ডানার ঝাপটা এড়াতে জোর কদমে চলছে প্রস্তুতি, জেনে নিন ঘূর্ণিঝড়ের সমস্ত আপডেট

by Bikram Banerjee
108 views

বিক্রম ব্যানার্জী: ডানার ঝাপটা এড়াতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের গতিপ্রকৃতিকে পাখির চোখ করে বসে রয়েছেন আবহাওয়াবিদরা। এখনও পর্যন্ত যা খবর, মঙ্গলবার সকালেই ওড়িশার পারাদ্বীপ থেকে 730 কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল নিম্নচাপটি। যার বর্তমান অবস্থান বাংলার সাগরদ্বীপ থেকে 770 কিলোমিটার দক্ষিণ- পূর্বে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্তটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিমে অগ্রসর হওয়ার পাশাপাশি বুধবার সকালে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ফলত ডানার অবস্থান ও বাংলায় তার প্রভাব নিয়ে ইতিমধ্যেই জারি হয়েছে বাড়তি সতর্কতা।

আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ডানা

23 অক্টোবর যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এ কথা আগেই জানিয়েছিল ভারতের আবহাওয়া অধিদফতর (IMD)। হাওয়া অফিসের অনুমান, বুধবার সকালে শক্তি বাড়িয়ে পরিণত হওয়া ঘূর্ণিঝড় বুধবার রাত অথবা বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশার পুরী ও সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে নিজের দাপট দেখাবে। যার দরুণ ইতিমধ্যেই বঙ্গোপসাগরের একাংশ উত্তাল হতে শুরু করেছে। আবহাওয়া বিদদের মতে, সোমবার থেকে উত্তাল হওয়া সমুদ্র বুধবার আরও ভয়ঙ্কর রূপ নেবে। ফলত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই সাথে, পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপকূলবর্তী অঞ্চল গুলিতে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।

23 তারিখ সকালে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ডানা তার আসল রূপ দেখাবে, ল্যান্ডফলের আগে। সূত্রের খবর, ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা। যার জেরে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। দক্ষিণ 24 পরগনা ও দুই মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা।

একই সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও উত্তরবঙ্গ সহ দুই দিনাজপুর ও মালদহের জেলা গুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও বিশেষত ওড়িশার পুরী, ময়ূরভঞ্জ, জগৎসিংহপুর, গঞ্জাম, জজপুর, কেওনঝড়, ভদ্রক, বালেশ্বর ও কটক সহ একাধিক এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ভিন রাজ্য থেকে আসা পুরীর পর্যটকদের ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফে।

আরও পড়ুন: বহুতল থেকে ঝাঁপ দিতে যাচ্ছিলেন এক যুবক, তারপর যা হল… দেখুন ভাইরাল সেই ভিডিও

You may also like