Home Weather নবমী দশমীতে বৃষ্টির পূর্বাভাস ৭ জেলায় , কপালে ভাঁজ বাঙালির

নবমী দশমীতে বৃষ্টির পূর্বাভাস ৭ জেলায় , কপালে ভাঁজ বাঙালির

by Shreya Maji
283 views

কলকাতা: আবহাওয়া কখন কি খেয়াল চাপে তা বলা খুব মুশকিল। পুজোর সময় হবে না বৃষ্টি, মনোরম থাকবে আবহাওয়া। এই তথ্যই দিয়েছিল আবহাওয়া দফতর। এমনকি বর্ষা বিধায় নিচ্ছে বলেও জানানো হয়েছে। এই খবরে খুশি হয়েছিল সকল বাঙালি। কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে তাতে এবার সত্যিই কপালে ভাঁজ পড়েছে। কারণ নবমী দশমীতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আলিপুর আবহয়া দফতর জানিয়েছে আবহাওয়া পুজোর সময় মূলত শুষ্ক থাকবে। তবে নবমী দশমীর দিন অর্থাৎ ২৩ ও ২৪ তারিখ লকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে খুব হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ শতাংশ  বৃষ্টি হতে পারে বলেই জানানো হয়েছে। আর কিছুদিন পর থেকে কমবে তাপমাত্রা এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

  ষষ্টীর দিন থেকেই সর্বনিম্ন তাপমাত্রা কমবে। ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াস। এই সময় আকাশ মেঘলা থাকবে।

You may also like