HomeWeatherভিজেছে কলকাতা, বেড়েছে তাপমাত্রা, আর কতদিন চলবে বৃষ্টি জেনে নিন...

ভিজেছে কলকাতা, বেড়েছে তাপমাত্রা, আর কতদিন চলবে বৃষ্টি জেনে নিন…

- Advertisement -

মহানগর ডেস্ক: পূর্বাভাস মতই কলকাতা সহ দক্ষিণবঙ্গ ভিজেছে বৃষ্টিতে। তবে তাপমাত্রা বেড়েছে বেশ অনেকেটা। আকাশে রয়েছে মেঘ।  কতদিন চলবে এই বৃষ্টি?  এই মেঘ কেটে গেলে আর কি জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা? জেনে নিন যা জানাচ্ছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আর নতুন করে জাঁকিয়ে ঠাণ্ডা বৃদ্ধির সম্ভাবনা নেই। আজ বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদলাবে। আপাতত আর আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কুয়াশার দাপট  থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া-তে ।  বৃষ্টি না হলেও আকাশ  আংশিক মেঘলা  থাকার সম্ভাবনা রয়েছে আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া মনোরম থাকবে।

হাওয়া অফিস জানিয়েছ্র জাঁকিয়ে ঠাণ্ডা না পরলেও কিছুটা পারদ নামবে। ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ আশেপাশের এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ও সর্বনিম্ন তাওমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক  ।   বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫২ থেকে ৯৫ শতাংশ।

Most Popular