কলকাতা: মাঝে আর একটা দিন তার পরেই রয়েছে মহালয়া। সূচনা হবে দেবীপক্ষের। এক বছরের অপেক্ষার পর আবারও বাপেরবাড়ি আসছেন মা। যা নিয়ে বাঙালির মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে তা নিয়েই চিন্তায় রয়েছে বাঙালি। কয়েকসপ্তাহ আগে যা বৃষ্টি হয়েছে স্বাভাবিক ভাবেই চিন্তা হওয়ার কথা। আবহাওয়া দফতর দিচ্ছে সুখবর। বাংলা থেকে পুরোপুরিভাবেই বিদায় নিচ্ছে বর্ষা।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টারর মধ্যে বর্ষা বিদায় নেবে। মহালয়ার দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার থাকবে আকাশ। গরম কিছুটা বাড়বে। বাতাসে আদ্রতা বেশি থাকায় অস্বস্তি বাড়বে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ৩ থেকে ৪ দিনে আকাশ পরিষ্কার থাকবে।